ঢাকা | মে ১১, ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ন

রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 10, 2025 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গতকাল শনিবার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে। প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১০ টায়  তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এছাড়া বেলা সোয়া ১১ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।

প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড.  আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নুরুল ইসলাম।

এছাড়াও আরো বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক জানান, “আগামীকাল সোমবার (১২ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে।

রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপ¯ি’ত থাকতে হবে।” উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী প্রথম ০২ (দুই) সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গন্য হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS