রাজশাহীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি, শ্লোগান নিয়ে এবার রাজশাহীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়াও নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান, পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হেলেনাবাদ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘোষণা দেয়া হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ও ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা সাবানা।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
পবা
গতকাল শনিবার পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রাথমিক শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।
এসময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তানোর
তানোর প্রতিনিধি জানান, তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় তানোর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদাক, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বেলা ১০টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের হলরুমে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সহকারী শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন ও শফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নাজমুল হুদা, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ও ফিরোজ্জামান সেন্টু, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সহকারী ঊপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
শিবগঞ্জ
শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি জানান, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মমতাজ বেগম, শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন-অর-রশিদ টুকু ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক প্রমুখ। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।