ঢাকা | মে ১১, ২০২৫ - ৩:১৭ পূর্বাহ্ন

বাঘায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 10, 2025 - 11:18 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লবকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার পাকুড়িয়া এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে তাকে বাঘা থানার পুলিশ গ্রেপ্তার করে। ফকরুল হোসেন বিপ্লব উপজেলা স্বেচ্ছাবেক লীগের সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার পন্ডিতপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়।

এর অভিযোগে ফকরুল হোসেন বিপ্লবের নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিফাত রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পাকুড়িয়া গ্রামে তার শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ফকরুল হোসেন বিপ্লবের নামে ককটেল বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS