গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি পল্লী বিদ্যুতের পিলারের লাইন টানানোর অবস্থায় বিদ্যুতের পিলারে হাত লেগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের অন্তগত পূর্বব্রহ্মণ গ্রামের শাহজাহান বাবুর বাড়ির পিছনে হ্যাপি হাট লিঃ এর ডাইরেক্টর মেজবাউর রহমান অপুর লিজ নেয়া আমের বাগানে নির্মাণাধীন ঘরে কাজ করার জন্য ওয়েল্ডিং মিস্ত্রি আসলে বিদ্যুৎ লাইনের পিলারে হাত লেগে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় ভ্যান গাড়িতে করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করে ও বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত হাসেন উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।