আ.লীগ নিষিদ্ধের দাবি: জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি সংগঠনের বিক্ষোভের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরুরি বৈঠক ডেকেছে।
স্থায়ী কমিটির এই বৈঠক আজ শনিবার রাত ৯টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয় সূত্র বলছে, সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠেছে, মূলত সে বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।