ঢাকা | মে ৯, ২০২৫ - ১১:৩৯ অপরাহ্ন

পিএসএলের বাকি অংশের খেলাগুলি হবে আরব আমিরাতে

  • আপডেট: Friday, May 9, 2025 - 10:10 am

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধাবস্থার ফলে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৯ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরবা আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে পিএসএল-এর দুটি ম্যাচ বাতিল হয়।

ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনা ব্যক্তিদের অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ফেরত যাবে।

পিএসএল-এ অংশ নিতে এখন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এর মধ্যে নাহিদ পেশোয়ার জালমি এবং রিশাদ লাহোর কালান্দার্সে খেলছে।

পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় তাদের দেশে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন যেহেতু টুর্নামেন্টটি আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে, তাই নাহিদ এবং রিশাদ টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS