স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসুচি অনুষ্টিত

স্পোর্টস ডেস্ক: রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে বৃহস্প্রতিবার (৮মে) বিকেল সাড়ে ৩টায় জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ২ ঘন্টা ব্যাপী সেশনে ইউনিসেফের স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসুচি অনুষ্টিত হয়।
এ অনুষ্টানে বক্তব্য দিতে গিয়ে ২ জন বালিকা সানিয়া আক্তার স্নেহা ও হানুফা খাতুন বিজরী বলেন খেলাধুলায় সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে উন্নয়ন করা সম্ভব। তার তারা এ বিষয়ে উদ্দ্যোগ গ্রহনের জন্য ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়কে পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান ।
এ সময় অনুষ্ঠানে ১শত জনের অধিক বালক বালিকা, অভিভাবক,ক্রীড়া সংগঠক, কমিউনিটি ফ্যাসিলিটেটরসহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলকসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।