সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড় ভৈরব গ্রামে যৌতুকের দাবিতে সদ্যবিবাহিত রাবেয়া খাতুনকে (১৯) তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাবেয়া খাতুন উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিন মাস আগে খলিল হোসেন ওরফে লোহা খলিলের ছেলে হৃদয় হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এ ঘটনায় রাবেয়ার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
নিহত গৃহবধূ রাবেয়া খাতুনের বাবা রুহুল আমিন উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় উল্লেখ করেন, তিন মাস আগে তার মেয়ের সঙ্গে হৃদয় হোসেনের বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষ ৫ লাখ টাকা যৌতুক দাবি করলেও বিয়ের আসরে ২ লাখ টাকা নগদ দেয়া হয়।
বিয়ের পর থেকে বাকি টাকার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করে স্বামী ও তার স্বজনরা। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো।
হৃদয় স্ত্রীর ওপর নির্যাতন করত। যৌতুকের দাবিতে বুধবার রাতে হৃদয় তার মা, বোন ও স্বজনদের সহযোগিতায় রাবেয়াকে হত্যা করে।