ঢাকা | মে ১০, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

শামীম-প্রিয়াঙ্কার ব্যাপারে ব্যবস্থা নিবে অভিনয়শিল্পী সংঘ

  • আপডেট: Friday, May 9, 2025 - 7:52 pm

অনলাইন ডেস্ক: অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে শুটিং সেটে হেনস্তা, ধর্ষণের হুমকি এবং নেশাদ্রব্য সেবনের অভিযোগ এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগের কথা বলেন অভিনেত্রী। পাশাপাশি টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘেও অভিযোগ দিয়েছেন।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে শিল্পী সংঘে পাল্টা অভিযোগ দিয়েছেন শামীম হাসান সরকার। সেইসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সেখানে তিনি প্রিয়াঙ্কাসহ আরও কয়েকজন তারকাকে নিয়ে খোলামেলা কথা বলেন। সেসব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেক অভিনেতা, অভিনেত্রী ও প্রযোজক-নির্মাতা শামীমের লাগামহীন কথাবার্তার সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়ায়।

এমন অবস্থায় অভিনয়শিল্পী সংঘ জানায়, শিগগির এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন সংগঠনটির দায়িত্বশীলরা।

শামীম ও প্রিয়াঙ্কার কাছ থেকে সব তথ্য নিয়ে প্রমাণের ভিত্তিতে দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা।

ইত্তেফাক ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি বলেন, ‘শামীম-প্রিয়াঙ্কা দুজনই আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছেন।

আমরা এটা নিয়ে দ্রুতই আলোচনায় বসব। যার দোষ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

এদিকে শামীম হাসানের বিরুদ্ধে ছোট পর্দার অনেকেই মুখ খুলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে রাশেদ মামুন অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে নিজেদের সম্মানহানি ঘটাবেন না।

যদি কারও ব্যাপারে অভিযোগ থাকে তবে সেটি সংশ্লিষ্ট সংগঠনে জানান। ন্যায়বিচার পাবেন আশা করছি।’

মঙ্গলবার (৬ মে) বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়।

শুধু ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর।

আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’

এর আগে চায়ে চিনি কম হওয়ায় প্রোডাকশন বয়ের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। উত্তরায় দোলন চাঁপা শুটিং হাউজে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এ ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার গণমাধ্যমে এ অভিযোগ জানান। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS