ঢাকা | মে ৯, ২০২৫ - ৩:৫৪ পূর্বাহ্ন

রাবিতে সাঁতার প্রশিক্ষণের সনদ প্রদান

  • আপডেট: Friday, May 9, 2025 - 12:07 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বয়সভিত্তিক সাঁতার ও অ-সাঁতারু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সাঁতার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয় সুইমিং পুলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন সাঁতার প্রশিক্ষণপ্রাপ্তদের এই সনদ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান।

এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রফেসর আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, গ্রন্থাগার প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS