ঢাকা | মে ১০, ২০২৫ - ৫:৩০ পূর্বাহ্ন

ভালো খেলেও জয় পেল না বাংলাদেশ: ২-২ গোলে ড্র

  • আপডেট: Friday, May 9, 2025 - 7:38 pm

অনলাইন ডেস্ক: ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম অঙ্গরাজ্য অরুণাচলে দুর্দান্ত শুরু হতে পারতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের।

যুবাদের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ। ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ১ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশ শুরু থেকেই চাপ সৃষ্টি করে মালদ্বীপের রক্ষণে। সফলও হয় ১৩ মিনিটে ফয়সাল হুদার গোলে। ৪৫ মিনিটে কাজী রিফাত ব্যবধান ২-০ করলে মনে হয়েছিল সহজ জয়েই সাফ মিশন শুরু করতে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল।

দুই গোলে পিছিয়ে পরেও হাল ছাড়েনি মালদ্বীপের যুবারা। ৬৭ আর ৭৩ মিনিটে দুই দুটি গোল আদায় করে দুর্দান্তভাবে ফিরে আসার গল্প লেখে মালদ্বীপের যুবারা।

টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। অর্থাৎ প্রতি গ্রুপে আছে তিনটি করে দল। বাংলাদেশের শেষ ম্যাচ ১১ মে ভুটানের বিপক্ষে।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সেমিফাইনালে। গ্রুপসেরা হতে না পারলে সেমিফাইনালে ভারতের সামনে পড়তে পারে বাংলাদেশ।

Hi-performance fast WordPress hosting by FireVPS