ঢাকা | মে ১০, ২০২৫ - ৫:১১ পূর্বাহ্ন

বিপাকে পাঁচ গ্রামের মানুষ: ৮ বছরেও মেরামত হয়নি জারজীর্ণ সেতু

  • আপডেট: Friday, May 9, 2025 - 9:18 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ইছামতি নদীর ওপর নির্মিত জারজীর্ণ একটি সেতু ঘিরে বিপাকে পড়েছেন স্থানীয়রা। প্রায় ৮ বছর আগে ওই সেতুর রেলিং ভেঙে পড়লেও তা মেরামত হয়নি।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, উপজেলার পাঁচগাছি এলাকার কৃষ্ণগোবিন্দপুর চরপাড়া ত্রিশক্তি সরকারি পপ্রাথমিক বিদ্যালয়ের পাশেই এ সেতুটির অবস্থান।

এক সময় সেতুটির রেলিং ছিল। কিন্তু প্রায় ৭ থেকে ৮ বছর আগে সেতুর পূর্ব দিকে দুই পাশের রেলিং ভেঙে পড়ে। তার ধীরে সংস্কারের অভাবে সেতুটি ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। সরু ওই সেতু দিয়ে পাশাপাশি দুটি গাড়ি ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে।

তাছাড়া সেতুর দুপাশে সংযোগ সড়কও পাকা করা হয়নি। অথচ এই সেতু দিয়ে পাঁচগাছি, পাইকপাড়া, চরকাদহসহ পাঁচটি গ্রামের হাজারো মানুষ এবং বিভিন্ন হালকা যানবাহন চলাচল করে।

তাছাড়া সিরাজগঞ্জের ওই অঞ্চলটি কৃষি পণ্য উৎপাদনের প্রসিদ্ধ। এলাকার কৃষকেরা এ সেতু দিয়েই পণ্য পারাপার করে।

নিয়মিত ট্রলি বা ভ্যানে করে কৃষি পণ্য নিয়ে সেতু পার হন কৃষকরা। স্থানীয় স্কুল শিক্ষক মোকলেছুর রহমান বলেন, এই সেতু দিয়ে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রাতের অন্ধকারে যাওয়া আসাই সমস্যা হয়। তাছাড়া পাঁচটি গ্রামের মানুষ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এলাকাবাসী স্বার্থে সেতুটি দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ জরুরি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাজিপুর উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ বলেন, সড়কটি এলজিইডির গেজেটভুক্ত নয়। আমরা গেজেটভুক্ত করার জন্য প্রস্তাবনা দ্রুত পাঠাবো।

তারপর ওই সড়কের কাজ শুরু করা যাবে। আর সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। ২০০০ সালের আগের কোনো নথিপত্র অফিসে নেই।

জনস্বার্থে সেতুটি অন্য কোনোভাবে সংস্কার করা যায় কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখবো।

Hi-performance fast WordPress hosting by FireVPS