নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চালা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাটির দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়িতে তার স্ত্রী লাইলী বেগম বসবাস করতেন।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তার বাড়ীতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকেই নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লী বেগম আত্মগোপনে রয়েছেন।
ওই এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কিভাবে ককটেল সদৃশ ৪-৫ টি বস্তুর বিস্ফোরণ ঘটলো তা নিয়ে আতঙ্কিত তাঁরা। এতে টিনের চালা উড়ে গেছে। কে বা কাহারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূর্ম্যজাল।
ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।