ঢাকা | মে ১০, ২০২৫ - ৪:৪১ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

  • আপডেট: Friday, May 9, 2025 - 9:26 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরা সমাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরের ৪ ভাইসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার দুপুরে চৌরা সমাসপুর গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে নাসির উদ্দীন বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, মামলায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মামলার বিবরণে জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হত্যা ও আতংক তৈরির লক্ষ্যে ককটেল বিস্ফোরণের ঘটনো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মাঝে চাপা আতংক বিরাজ করছে।

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS