গোদাগাড়ীতে আদিবাসী হিন্দু সমাজ সংগঠন সমন্বয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ী উপজেলার হিন্দু সম্প্রদায়ের সুন্দর ও স্বাভাবিক জীবনমান, সামাজিক উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি, ছেলেমেয়ের শিক্ষার প্রসার ঘটানোসহ নানা উদ্দেশ্য নিয়ে গোদাগাড়ী উপজেলা আদিবাসী হিন্দু সমাজ সংগঠন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ এপ্রিল গুণিগ্রামের দিঘরী রাজা পরিষদ কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের গোদাগাড়ীর স্থানীয় প্রায় ছয়টি গোত্রের সমন্বয়ে ৪১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে তিনজনকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। তারা হলেন- সুনন্দন দাস (রতন), বীর মুক্তিযোদ্ধা রামপদ সরকার ও দুলাল চন্দ্র মন্ডল। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন নিরেন চন্দ্র খালকো। সাধারণ সম্পাদক হয়েছেন সহদেব কুমার পান্না ও কোষাধ্যক্ষ হয়েছেন সুধীর চন্দ্র উরাও। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কমিটির মেয়াদ হবে আগামী তিন বছর।