ঢাকা | মে ১০, ২০২৫ - ৩:৩১ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 9, 2025 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন আলীগঞ্জ এলাকার মুনসুর আলীর ছেলে পলাশ আলী (৩৫) ও একই এলাকার গোলাপ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)। শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কাশিয়াডাঙা থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আরও জানানো হয়, আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS