ঢাকা | মে ৯, ২০২৫ - ৭:৪১ অপরাহ্ন

শিরোনাম

নিরাপত্তা শঙ্কায় ম্যাচ পরিত্যক্ত, এবার স্থগিত হতে পারে আইপিএল

  • আপডেট: Friday, May 9, 2025 - 10:06 am

অনলাইন ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এমন যুদ্ধ-পরিস্থিতির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে শুরু হয়। ম্যাচের ১০ ওভার ১ বলের খেলা শেষে হুট করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ইএসপিএনক্রিকইনফোর খবর, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে।

যদিও পরে আইপিএল কর্তৃপক্ষ পৃথক এক বার্তায় জানায়, ধর্মশালার স্টেডিয়ামে বিদ্যুৎবিভ্রাট এবং ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধাবস্থার কারণে আইপিএল দলগুলো এখন নিরাপদ বোধ করছে না। আতঙ্ক বাড়ছে বিদেশি ক্রিকেটার, স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের মধ্যেও।

বৃহস্পতিবার (৮ মে) রাতে পরিস্থিতি মূল্যায়নে জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া বা স্থগিত করার ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

গণমাধ্যমটি বলেছে, পরিস্থিতি বিবেচনায় অল্প সময়ের জন্য হলেও আইপিএল স্থগিত করতে হতে পারে বিসিসিআইকে। প্রসঙ্গত, এর আগে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ।

Hi-performance fast WordPress hosting by FireVPS