ঢাকা | মে ৯, ২০২৫ - ৪:৫৪ পূর্বাহ্ন

রাজশাহী কলেজে ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

  • আপডেট: Thursday, May 8, 2025 - 11:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাগর রেজা (২২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে উপস্থিত হলে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক শিক্ষার্থী সাগর রেজা রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের আলমগীরের ছেলে। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।

ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি ও সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তার। তাকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’ ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাকে চিহ্নিত করে পুলিশে দেয়া হয়েছে।’

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ‘তাকে হাসপাতালে চিকিৎসার জন্য দেয়া হয়েছে। পুরোনো একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।’

Hi-performance fast WordPress hosting by FireVPS