ঢাকা | মে ৯, ২০২৫ - ৪:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, May 8, 2025 - 11:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সুজন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট দরগাপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল। পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০০৪ সালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন সুজন।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত হলে আদালত তাকে বিভিন্ন ধারায় মোট ১২ বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তার এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Hi-performance fast WordPress hosting by FireVPS