ঢাকা | মে ৮, ২০২৫ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় আগামী মঙ্গলবার

  • আপডেট: Thursday, May 8, 2025 - 7:21 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও  আপিলের রায় ঘোষণা হয় বৃহস্পতিবার।

যা শেষ হবে আগামী মঙ্গলবার (১৩ মে)। এরপর সেদিনই জানা যাবে এই মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়।

তবে আজ দণ্ড সংক্রান্ত আদেশের অংশ ঘোষণা হবে না বলে জানান আসামি পক্ষের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

পরে আদালত জানিয়েছেন, রায় পড়া শেষ হবে আগামী মঙ্গলবার। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা, জানাবেন আদালত।

এর আগে, ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনের ফাঁসি এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন এবং আহত হন অনেকে।

Hi-performance fast WordPress hosting by FireVPS