ঢাকা | মে ৯, ২০২৫ - ৩:২৭ পূর্বাহ্ন

মোহনপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন

  • আপডেট: Thursday, May 8, 2025 - 11:16 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম-এর সভাপতিত্বে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প, হর্টিকালচার সেন্টার, রাজশাহীর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুরের সার্বিক সহযোগিতায় মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির চান্দোপাড়া মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ডা. আজিজুর রহমান।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় ১৭০ জন কৃষক ও কৃষাণীদের নিয়ে এ মাঠ দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা মসলা ফসল চাষ ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। বস্তায় আদা চাষের মাধ্যমে পারিবারিক চাহিদা পুরণ ও মহিলাদের আয়ের সুযোগ সৃষ্টির জন্য সবাইকে বস্তায় আদা চাষের আহবান জানান।

চান্দোপাড়া গ্রামকে বস্তায় আদা চাষের জন্য “আদর্শ আদা গ্রাম” গড়ে তোলার জন্য কৃষক-কৃষাণীদের ধন্যবাদ জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা, অহেদুর রহমান, পরিচালক, প্রেষনে সিনিয়র উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার কোর্ট, রাজশাহী।

Hi-performance fast WordPress hosting by FireVPS