ঢাকা | মে ৯, ২০২৫ - ২:২৭ পূর্বাহ্ন

ব্রীজের নিচ থেকে ৮০ প্যাকেট মাংস উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

  • আপডেট: Thursday, May 8, 2025 - 10:52 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ব্রীজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৮০ প্যাকেট মাংস দেখতে উৎসুক জনতার ভিড়। রাতের আধারে কে বা কাহারা প্যাকেট করা মাংসগুলো ঐ ব্রীজের নিচে ফেলে যায়।

কিসের মাংস, কে ফেলে গেলো, এনিয়ে কৌতুহল বেড়েই চলছে দেখতে আসা মানুষের মাঝে। এই বিষয়টি এখন টপ অফ দা টাউনে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আধাইপুর ইউনিয়নের বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর নামক গ্রামের ব্রীজের নিচ থেকে এসব মাংসগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, সকালে ধানের মাঠে যাবার সময় অনেকগুলো মাংসের প্যাকেট দেখতে পান কয়েকজন ব্যক্তি। ব্রীজের নিচে প্যাকেট করা মাংস কে বা কাহারা ফেলে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে মাংসের প্যাকেট দেখতে ছুটে আসে শত শত লোকজন। ভিড় জমে যায় সেখানে।

উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে দেখতে আসছে। এবং বলছে এগুলো কিসের মাংস আর কেনই বা এখানে ফেলে গেলো। খবর পেয়ে বদলগাছীর থানা পুলিশের এসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুরের সার্কেল ও বদলগাছী থানার ওসি (তদন্ত)।

বিষ্ণুপুর গ্রামের মুসা বলেন, সকালে ব্রীজের নিচে মাংস পড়ে আছে এমন খবর পাই। খবর পেয়ে আমি ব্রীজের নিচে ছুটে আসি।  কিসের মাংস, কে বা কাহারা ফেলে গেছে কেউ বলতে পারছে না।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ৮০টি মাংসের প্যাকেট পাওয়া গিয়েছে। সেখান থেকে ২ প্যাকেট মাংস উদ্ধার করে নওগাঁ কোর্টের মাধ্যমে ঢাকা সিআইডিতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে যে এগুলো কিসের মাংস। তার আগে কিছু বলা সম্ভব হচ্ছে না। আর বাঁকী মাংসগুলো গ্রামবাসীর সহযোগিতায় মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS