বিএনপির ৩১ দফার ঘোষণায় বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে : রায়হান

স্টাফ রিপোর্টার: জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান বলেন, ‘বিএনপি একটি জনসম্পৃক্ত ও সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। বিএনপি দেড় দশকের সংগ্রাম ছিল বাংলাদেশে গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য।
বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি শুধু রাষ্ট্র কাঠামোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। দেশে আজ সংস্কার নিয়ে যত আলোচনা হচ্ছে, তার প্রায় সব বাস্তব সম্মত ও ব্যাপকভাবে গ্রহণযোগ্য প্রস্তাবই এসেছে ৩১ দফা থেকে।’
বৃহস্পতিবার বিকালে নওহাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাগসারা এলাকায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত। এটি কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির চিন্তা-ভাবনার সংমিশ্রণ।
এসময় নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় ও জেলা কৃষকদলের সদস্য মতিউর রহমান মতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজদার হোসেন, নওহাটা পৌরসভার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম, রবিউল ইসলাম রবি, নওহাটা পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, নওহাটা পৌর কৃষকদলের সদস্য আরিফ হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুরমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম তারেক, পৌর যুবনেতা আব্দুর রাজ্জাক, শাহ আলম, মিলন ও জাহিদ।