বাল্যবিবাহ ও মাদক সমাজের ভয়ঙ্কর ব্যাধি: গোদাগাড়ীর ইউএনও

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক এক অনুষ্ঠানে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা তুলে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
তিনি বলেন, বাল্যবিবাহ ও মাদক সমাজের ভয়ঙ্কর ব্যাধি। এসব রোধে জনসচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ জরুরি।
বৃহস্পতিবার বিকালে ৩টা থেকে গোদাগাড়ী শিল্পকলা একাডেমীর আয়োজনে করে ২নং মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে গোদাগাড়ী শিল্পকলা একাডেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার সামসুল ইসলাম।
সচেতনতামূলক এই আয়োজনে আইনগত সহায়তা বিষয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। জমি সংক্রান্ত বিরোধ, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক কলহসহ নানা সামাজিক সমস্যায় সরকারি আইনগত সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলার ৮১টি ওয়ার্ডভিত্তিক স্পোর্টিং ক্লাবের করা হবে, তরুণ সমাজকে আইনের বিষয়ে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনও ফয়সাল আহমেদ আরও বলেন, সরকার বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে।
এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।