ঢাকা | মে ৯, ২০২৫ - ৩:২৩ পূর্বাহ্ন

বরেন্দ্র অঞ্চলে সেচ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় করলেন কৃষি উপদেষ্টা

  • আপডেট: Thursday, May 8, 2025 - 11:56 pm

সোনালী ডেস্ক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ ব্যবস্থা পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় করলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

 বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল ইউনিয়নের ঢেলপীর মৌজায় গভীর নলকূপ স্কীম এবং সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা পরিদর্শন করেন কৃষি উপদেষ্টা।

কৃষি উপদেষ্টা বলেন, আমাদের চারপাশে যে ফসলগুলো দেখছি তা সম্ভব হয়েছে কৃষকের কারণে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবসময় কৃষকের পাশে থাকতে হবে। কৃষক যেন কোন সমস্যায় না পরে সেই দিকে সবসময় খেয়াল রাখতে হবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যে ভাবে কৃষকের পাশে থেকে সেচ ব্যবস্থা করে আসছে তার কারণে আজকে ফসলের বাম্পার ফলন হয়েছে। বিএমডিএ সঠিক সময় কৃষকের সেচের ব্যবস্থা করছে বলে তা সম্ভব হয়েছে। তাই আমাদের সকলকে কৃষকের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, বিএমডিএ নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব), বিএমডিএ বোর্ড সদস্য জাফুরুল্লাহ ঠাকুরগাঁও, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক রাজশাহী, অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃপ্রধান প্রকৌশলী ড.আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ,  প্রকল্প পরিচালক ও (নির্বাহী প্রকৌশলী) হাবিবুর রহমান খান, বিএমডিএ (সচিব) নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ ও স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।

এরআগে দিনাজপুর জেলার  বিরল উপজেলা মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লক পরিদর্শন ও বোরো ব্রি-ধান-৮৮ কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

Hi-performance fast WordPress hosting by FireVPS