ঢাকা | মে ৮, ২০২৫ - ৬:৫২ অপরাহ্ন

শিরোনাম

পোর্ট সুদান নৌঘাঁটিতে হামলা হল ড্রোনের: সেনাবাহিনী

  • আপডেট: Thursday, May 8, 2025 - 1:12 pm

অনলাইন ডেস্ক: সুদানের বৃহত্তম নৌঘাঁটিতে বুধবার ড্রোন হামলা চালানো হয়েছে, একটি সেনা সূত্র এএফপিকে জানিয়েছে, সেনা-সমর্থিত সরকারের ঘাঁটিটি টানা চতুর্থ দিনে আক্রমণের শিকার হয়েছে।

পোর্ট সুদান থেকে এএফপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের সাথে সরকার সম্পর্ক ছিন্ন করার একদিন পর এই হামলা হল। সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীকে তার ওপর আক্রমণের জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ করেছে।

লোহিত সাগরের উপকূলবর্তী পোর্ট সুদান রোববার ড্রোন হামলা শুরু হওয়ার আগ পর্যন্ত লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ এবং জাতিসংঘের অফিসের জন্য একটি নিরাপদ স্থল ছিল। রোববারের হামলার জন্য র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হয়।

মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনী একটি সূত্র জানিয়েছে, বুধবারের ড্রোন হামলা ‘বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়।’

এএফপির একজন সংবাদদাতা নগরের ঠিক উত্তরে অবস্থিত ফ্লেমিঙ্গো ঘাঁটির দিক থেকে ধারাবাহিক বিস্ফোরণের খবর জানান।

বুধবার রাতে, বাসিন্দারা নগরীর ওপর দিয়ে ঘোরাফেরা করা ড্রোনগুলোর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকার কথা জানায়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের নিয়মিত সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফ-কে সেনা-সমর্থিত সরকার সংযুক্ত আরব আমিরাতের ‘প্রক্সি’ বলে অভিহিত করেছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে, ইরিত্রিয়ার সীমান্তের কাছে বুধবার সেনাবাহিনী-নিয়ন্ত্রিত পূর্ব শহর কাসালার বিমানবন্দর স্থাপনায় তিনটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।’

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন যে তারা নগরীর পশ্চিমে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা এই সপ্তাহেও বারবার আক্রমণের শিকার হয়েছে।

খার্তুম থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে উত্তর রাজ্যের মেরো নগরীর, বাসিন্দারা জানান, ড্রোনগুলো বিমান-বিধ্বংসী গুলি দিয়ে ঠেকানো হচ্ছে।

দেশব্যাপী, যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত এবং ১ কোটি ৩০ লাখ মানুষ উচ্ছেদ হয়েছে।

এই যুদ্ধ সুদানকে কার্যকরভাবে দুটি ভাগে বিভক্ত করেছে। সেনাবাহিনী কেন্দ্র, উত্তর ও পূর্বাঞ্চল, নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে আরএসএফ পশ্চিমে প্রায় পুরো দারফুর ও দক্ষিণের কিছু অংশ দখল করে আছে।

রাজধানীর উপকণ্ঠে তাদের নিকটতম পরিচিত অবস্থান থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এই সপ্তাহের হামলার বিষয়ে আরএসএফ সরাসরি কোনও মন্তব্য করেনি।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বুধবার ড্রোন হামলাকে ‘বড় ধরনের বেসামরিক হতাহতের ঘটনা’ অভিহিত করে বলেছেন এটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর আরও ধ্বংসের কারণ হতে পারে।’
সুদানে মানবিক সাহায্যের প্রধান প্রবেশ পথ পোর্ট সুদান। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন যে এই হামলাগুলো‘মানবিক চাহিদা বৃদ্ধি এবং দেশে সাহায্য কার্যক্রম আরও জটিল করার হুমকি।’

সুদানের কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে এবং প্রায় আড়াই কোটি মানুষ ভয়াবহ খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে।

জাতিসংঘ ‘বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে মানবিক দুর্ভোগ’ সম্পর্কেও সতর্ক করেছে।

ফরাসি চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বুধবার জানিয়েছে, রাজধানী আটবারায় একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার পর উত্তর নীল নদ রাজ্যে তাদের পরিষেবা ব্যাহত হয়েছে।

এমএসএফ জানিয়েছে, এই হামলার ফলে নগরীর পানি শোধনাগারে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং এর ফলে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যাহত হয়েছে ও কলেরার মতো পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে।

এমএসএফ জানিয়েছে, অবকাঠামোর ওপর এই ধরনের আক্রমণ ‘স্থানীয় সম্প্রদায়ের স্বাস্থ্যের ওপর বিধ্বংসী প্রভাব ফেলে। ইতোমধ্যেই অতিরিক্ত চাপে থাকা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি করেছে।

মার্চ মাসে আরএসএফ প্রায় সমস্ত বৃহত্তর খার্তুমের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর ড্রোন অভিযান শুরু হয়েছে।

সেনা-সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় বন্দর সুদানে আক্রমণকে ‘একটি সম্পূর্ণ আগ্রাসনমূলক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে  এসব হামলা ‘কৌশলগত ড্রোন এবং উন্নত অস্ত্র’ দিয়ে করা হয়।

সুদান সংযুক্ত আরব আমিরাতকে বন্দর সুদানে আক্রমণ করার জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ, মার্কিন রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন সত্ত্বেও, সংযুক্ত আরব আমিরাত বারবার আরএসএফ’কে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে।

বুধবার, সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্ন করার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে যে এই সিদ্ধান্ত এমন একটি প্রশাসন নিয়েছে যা “সুদানের বৈধ সরকারের প্রতিনিধিত্ব করে না।’

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS