ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যনিবাহী পরিষদের সভা

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সন্ধ্যায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বিদায়ী কার্য নির্বাহী পরিষদ ও নব নির্বাচিত নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নিজস্ব হাসপাতাল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হবিবুর রহমানসহ সকল সদস্য এবং বর্তমান কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানসহ নব-নির্বাচিত কমিটির সকল সদস্যরা।
বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. হবিবুর রহমন নব-নির্বাচিত পরিষদের সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এসময় নব-নির্বাচিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবধনা প্রদান করেন।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ কমিটির সদস্যরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বিগত তিন বছরের কমিটির উল্লেখযোগ্য সকল অর্জন সমূহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নব-নির্বাচিত কমিটি বরাবরের মত আগামীতেও ফাউন্ডেশন ও হাসপাতালের জন্য পূর্ণ-উদ্যোমে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে বিগত ২৬ এপ্রিল ২০২৫ শনিবার দিনব্যাপী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর হাসপাতাল ভবনে গঠনতন্ত্রের ১০ ধারা মোতাবেক আজীবন সদস্যদের সরব উপস্থিতি ও অংশগ্রহণমূলক ভোটে ২০২৫-২০২৮ ত্রি-বার্ষিক মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
যেখানে নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন- সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি খন্দকার এনায়েত হোসেন বাবু, হাসেন আলী, মাকসুদুল করিম সম্রাট ও অধ্যাপক হাসনীন খালেক।
সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক-১ লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক-২ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ- মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক- ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, স্বাস্থ্যসেবা সম্পাদক- ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ.কে.মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডঃ আবু বকর সিদ্দিক, অধ্যাপক ডাঃ লতিফুর রহমান(অপু), ডাঃ শাহাদাৎ হোসেন রওশন, ডাঃ মনিরুল হক, ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, ডাঃ ওয়াসিম হোসেন, সেলিম রেজা খান, এনামুল হক, মনিরুল হক, খোন্দকার আবুল কাসেম, ডাঃ গাজীউল আলম রুমী, ডাঃ মুহাম্মদ আতাউল হক, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু এবং আককাস আলী।
অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির সকলে সম্মলিতভাবে কাজ করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর সকল জনসেবা মূলক চলমান কার্যক্রম এগিয়ে নেয়া ও নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।