দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের সহায় প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পিছিয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের জন্য দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের অনুদান-সহায়তা প্রকল্প ‘সহায়’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছী ও রবিউল ইসলাম, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মতিনুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী, শহর সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী ও দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাসান আহমেদ রেজা খান।
অনুষ্ঠানে দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, নতুন উদ্যোক্তা তৈরিতে দিশারী জনকল্যাণ ফাউন্ডেশন কাজ করছে। আর ‘সহায়’ এ কাজকে সামনের দিকে নিতে সহায়ক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী বলেন, ‘সহায়’ প্রকল্প ক্ষুদ্র শিল্পের বিকাশ ও উন্নয়ন করতে কাজ করবে। সহায় যেন মানুষের কল্যাণে আরও এগিয়ে আসে। এজন্য দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের উন্নতি কামনা করছি।
অনুষ্ঠান শেষে দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের সুবিধাভোগী দুজন তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান। শেষে সহায় প্রকল্পের আওতায় এক উদ্যোক্তাকে এক লাখ টাকার সহায়তা দেয়া হয়।