চট্টগ্রামে ৪০তম রেস্টুরেন্ট উদ্বোধন করলো ডোমিনোজ পিৎজা

প্রেস বিজ্ঞপ্তি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা, অত্যন্ত আনন্দের সাথে বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ত এলাকা, জামাল খানে উদ্বোধন করেছে তাদের ৪০তম রেস্টুরেন্ট।
এটি ডোমিনোজ পিৎজা-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আরও বেশি গ্রাহকের মাঝে সুস্বাদু, ওভেন ফ্রেশ পিৎজা পৌঁছে দেয়ার অঙ্গীকারকে তুলে ধরে। উদ্বোধন উপলক্ষে, ডোমিনোজ পিৎজা দিচ্ছে মাত্র ১৯৯ টাকায় যেকোনো রেগুলার সাইজের ক্ল্যাসিক ও সিগনেচার রেঞ্জের পিৎজা। সীমিত পরিসরে অফারটি আগামী ১৫ মে পর্যন্ত চলবে।
এছাড়া জামাল খান আউটলেটে, শুধুমাত্র উদ্বোধন উপলক্ষে দুটি এক্সক্লুসিভ কম্বো ডিল চালু করা হয়েছে, যা পাওয়া যাবে আগামী ২০ মে পর্যন্ত।
নতুন রেস্টুরেন্টটি গত ৬ মে এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়। ডোমিনোজ পিৎজা সবার কাছে পরিচিত বিশেষভাবে পিৎজার মান, স্বাদ এবং দ্রুত সার্ভিসের জন্য।
এখন থেকে জামাল খান ও আশপাশের এলাকার পিৎজাপ্রেমীরাও ডোমিনোজের জনপ্রিয় সব পিৎজাসহ ক্লাসিক গার্লিক ব্রেড, ক্রিমি অরিগ্যানো রাইস এবং নতুন ‘চিজভার্স’ রেঞ্জের চিজে ভরপুর ১৪টি পিৎজা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ডেজার্ট হিসেবে রয়েছে দারুণ স্বাদের চকোলাভা ডিলাইট।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেশন্স অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, “আমরা চট্টগ্রামের জামাল খানে ডোমিনোজ পিৎজা-এর নতুন আউটলেট নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।
এটি আমাদের ৪০তম রেস্টুরেন্ট, যা আমাদের বিস্তৃতির প্রতিশ্রুতিকে আরও দৃঢ করে। আমরা ৩৫টিরও বেশি নন-ভেজ আইটেম পরিবেশন করি, যার মধ্যে টেক্সাস বারবিকিউ চিকেন পিৎজা, চিকেন ডমিনেটর পিৎজা, চিকেন ও বিফ স্টাফড গার্লিক ব্রেড, চিকেন উইংস ইত্যাদি রয়েছে।”
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের হেড অব মার্কেটিং, আবু ওবায়দা ইমন বলেন, সম্মানিত গ্রাহকদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
প্রতিটি নতুন রেস্টুরেন্টের মাধ্যমে আমরা ফুড এক্সপেরিয়েন্স আরও সমৃদ্ধ করতে চাই, ৩০ মিনিটের মধ্যে হট এন্ড ফ্রেশ পিৎজা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে চাই। জামাল খান আউটলেট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ডাইন-ইন ও টেকওয়ে সার্ভিস দিবে এবং রাত ১টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা চালু রাখবে, যেন গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত হয়।
নতুন এই ব্রাঞ্চে বসে খাওয়ার সুযোগ তো থাকছেই, সাথে থাকবে ৩০ মিনিটে হোম ডেলিভারির সুবিধা। ডোমিনোজ পিৎজা পাওয়া যাবে জামাল খানের আশপাশের এলাকা— আন্দরকিল্লা, কাজীর দেউরি, মেহেদিবাগ, লালখান বাজার ও চন্দনপুরা— তে। অর্ডার করা খুবই সহজ — শুধু ডোমিনোজ পিৎজা বাংলাদেশ অ্যাপ ডাউনলোড করলেই হবে (গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে)।
চাইলে স.ফড়সরহড়ং.পড়স.নফ ওয়েবসাইটে গিয়েও অর্ডার করা যাবে, অথবা, ১৬৬৫৬ নম্বরে কল করেও অর্ডার করা যাবে। এই উদ্বোধনের মধ্য দিয়ে, ডোমিনোজ পিৎজা এখন বাংলাদেশের ৬টি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জের মোট ৪০টি রেস্টুরেন্ট পরিচালনা করছে।
ফলে প্রতিদিন হাজার হাজার গ্রাহক উপভোগ করতে পারছে ডোমিনোজের সুস্বাদু ও ফ্রেশ পিৎজা!