ঢাকা | মে ৮, ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

শিরোনাম

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা -ঈশা

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 11:39 pm

স্টাফ রিপোর্টার: মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, বেগম জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিলো এই হাসিনা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা।

আজ হাসিনা ও তার পরিবারের সবাই দেশের বাহিরে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছে।  কোনদিন বাংলাদেশে নিজ ইচ্ছায় আসতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। তবে হাসিনাসহ পলাতক সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বুধবার বিকালে চন্দ্রিমা থানা বিএনপি’র অন্তর্গত ২৬নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক ঈশা।

বিএনপি ২৬নং ওয়ার্ড চন্দ্রিমা (পশ্চিম) থানার আয়োজনে সম্মেলনের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এরপর চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুল হক ফাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক,  বজলুল হক মন্টু, সদস্য জসিম উদ্দিন, রোজিনা ও রিতা।

আরও উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলী,  বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র  আহ্বায়ক শামসুল ইসলাম মিলু, মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আল-মামুন বাবু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কাশিয়াডাঙা থানা বিএনপি’র সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন মহল্লা কমিটি গঠন এবং পরে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে নাম প্রস্তাব করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS