রাবিতে আন্তঃবিভাগ খেলাধুলার পুরস্কার প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ হ্যান্ডবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার প্রদান গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন প্রতিযোগিতাসমূহের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান।
আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম।
সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হ্যান্ডবলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; বাস্কেটবলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও লোক প্রশাসন বিভাগ রানার আপ এবং অ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার আপ হয়।
ছাত্রীদের গ্রুপে হ্যান্ডবলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রানার আপ; ক্রিকেটে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ রানার আপ; ভলিবলে প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রানার আপ এবং অ্যাথলেটিক্সে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও প্রাণিবিদ্যা বিভাগ রানার আপ হয়।