ঢাকা | মে ৮, ২০২৫ - ১২:০২ অপরাহ্ন

যুদ্ধ মানেই শুধু মুনাফার খেলা: নচিকেতা

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 7:25 pm

অনলাইন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী তার একটি গানে গেয়েছিলেন ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’।

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। ভারতের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।

বুধবার (৭ মে) আনন্দবাজারের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি বলেন, ‘একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আপনি-আমি।’

গায়ক স্পষ্টভাবে দাবি করেছেন, ‘সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব।’

তার মতে, এ গুলো যুদ্ধের হিড়িক। এক শ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। নচিকেতা কথাপ্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

তার কথায়, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুককারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল।

এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’

প্রাচীন ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।

Hi-performance fast WordPress hosting by FireVPS