ঢাকা | জুলাই ২৭, ২০২৫ - ১:০৫ অপরাহ্ন

শিরোনাম

মোটরসাইকেল কেড়ে নিল শিশুর প্রাণ, হাসপাতালে বাবা-মা-বোন

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 11:07 pm

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবা, মা ও বোন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শাফিয়া খাতুন পার্শ্ববর্তী আত্রাই থানার হেঙ্গুলকান্দি গ্রামের সুমন আলীর সন্তান। এ সময় মোটরসাইকেলের অপর তিনজন আরোহী নিহত শিমুর পিতা সুমন আলী (৩৫), মা মোমেনা বেগম (৩২) ও বোন মাহিম খাতুন (১০) আহত হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক সুমন আলী সপরিবারে তার শ্বশুরবাড়ি সিংড়া উপজেলা বৃকয়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আত্রাই থানার হেঙ্গুলকান্দি গ্রামে যাচ্ছিল।

পথিমধ্যে চৌগ্রাম-টু-কালীগঞ্জ সড়কের পাকিশা বাজার বটতলা এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশু শাফিয়ার মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা, মাতা ও বোন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।