ঢাকা | মে ৭, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 12:22 am
স্টাফ রিপোর্টার: পবা উপজেলার পারিলায় পুকুর সংস্কার করতে বাধা, চাঁদাবাজী, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় সিটি প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- এএসএম নুরুল্লাহ সরকার ইপ্তি, এএসএম নাঈফ ওয়াসীত ও মোস্তাক আহমেদ।
এসময় তিনি বলেন, তার নিজের জমিতে পুকুর সংস্কার করার সময় চাঁদাবাজদের হুমকীর মুখে পরেছেন। পতিত সরকারের দোসররা এখনো সক্রিয়।
আমার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার লক্ষে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে। যারা বিক্ষোভ মিছিল করেছে তারা সবাই চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী।
পতিত সরকারের আমলে ঐ সকল চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর মায়ের নামীয় অনেক সম্পত্তি দখল করেছে। এ নিয়ে উচ্চ আদালত ও এসিল্যান্ড কার্যালয়ে মামলা করেছেন, যা চলমান রয়েছে। এছাড়াও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা করা হয়েছে। সে সকল মামলায় এখনো তাদের হাজিরা দিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা তাঁর ছেলের নিকট হতে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পুকুর খনন করতে দেবে না বলে হুমকী দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় নানা ধরনের মিথ্যাচার করছে।
তিনি আরো উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল রাত ৯টায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র (যেমন হাসুয়া, রামদা ও চাপাতি এবং জিআই পাইপ, লোহার রড ও লাঠিসোটা) ইত্যাদি নিয়ে আক্রমন ও আঘাত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১লা মে এবিষয়ে আরএমপি চন্দ্রিমা থানায় জয়নাল, শফিকুল, শোভন ও মনিরুজ্জামান মনির নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এই মামলা করার পর থেকেই মুলত আসামিরা তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ৫ মে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট অভেযোগ তুলে বিক্ষোভ মিছিল করা হয়েছে। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পুকুর সংস্কার করার লক্ষে গত ২০ এপ্রিল পত্রের মাধ্যমে আবেদন করেন এবং সম্পুর্ন বৈধভাবে পুকুর সংস্কার কাজ শুরু করেন।
Hi-performance fast WordPress hosting by FireVPS