ঢাকা | মে ৮, ২০২৫ - ১:৩০ পূর্বাহ্ন

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত: পাকিস্তানের দাবি

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 11:19 am

অনলাইন ডেস্ক: দুই চির প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বেঁধে যাওয়া উভয় দেশের জন্যই লজ্জাজনক।

তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করে যুদ্ধ এড়ানো যেত। এদিকে পাকিস্তান দাবি করেছে, দেশটি ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে ভারতীয় সেনাদের হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর তারা পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় কাশ্মীরে তিন জন নিহত হয়েছে।

বুধবার বার্তা সংস্থা এএফপি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে অন্তত পাঁচটি ভূপাতিত করা হয়েছে।

তবে এনিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। এরআগে ভারত দাবি করেছে, তারা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পাকিস্তান বলেছে, ভারত পাঁচটি স্থানে হামলা হয়েছে।

এসব হামলায় ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক মিডিয়া উইং। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানে জরুরি বৈঠক:

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৯ জন নিহত হওয়ার পর দ্রুত প্রতিক্রিয়ায় বুধবার সকালে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নিরাপত্তা খাত সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া এই খবর জানায়।

সামরিক মিডিয়ায় লাইভে সম্প্রচারিত খবরে জানানো হয়েছে, ভারতের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই বৈঠক ডাকা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ভারত একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দিল্লি দাবি করেছে, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়।

পাকিস্তান ভারতীয় হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, সময় ও স্থান বেছে এই হামলার ‘উপযুক্ত’ জবাব দেওয়া হবে।

গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়। সীমান্তে প্রতিদিনই চলছে গুলিবিনিময় এবং উভয় দেশ বিভিন্ন কৌশলগত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। জাতীয় নিরাপত্তা কমিটির আজকের বৈঠকে পাকিস্তান পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌশল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS