ঢাকা | মে ৮, ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় প্রতিবেশীর মারপিটে আহত আনসার সদস্য

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 10:46 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রতিবেশীর মারপিটে আহত হয়েছেন আনসার-ভিডিপি সদস্য শাহানাজ বেগম।

বুধবার সকালে বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময়পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। শাহানাজ বেগম বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আনছান ভিডিপি দলনেতা ও তহিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গতকাল বুধবার সকালে শাহানাজ বেগম বাড়ির পাশে খড়ি রাখছিলেন। এসময় ধন্দহ বিনিময়পাড়া গ্রামে নাছির উদ্দিন ও তার স্ত্রী শুজেলা বেগম অতর্কিতভাবে ঝড়গা শুরু করে। পরে মারপিট করে গুরুতর আহত করা হয়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় আনসার-ভিডিপি দলনেতা শাহানাজ বেগমের স্বামী তহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS