ধামইরহাটে ফসলের মাঠে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাহেদুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি বাজারে পার্শে ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পার্শ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে ফসলি বোরো ধানক্ষেতের মাঠের পার্শ্বে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামেন।
এ সময় হয়তো স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।