ঢাকা | জুলাই ২৪, ২০২৫ - ৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে ইয়াবাসহ ভ্যানচালক গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 11:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে ৩৯৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল খালেক (৪৫)। রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামে তার বাড়ি। খালেক পেশায় ভ্যানচালক।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল বুধবার সকাল সোয়া ৯টার দিকে চারঘাট বাজার থেকে খালেককে গ্রেপ্তার করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার খালেক একজন মাদক ব্যবসায়ী।

ভ্যান চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।