ঢাকা | মে ৮, ২০২৫ - ৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

  • আপডেট: Wednesday, May 7, 2025 - 10:49 pm

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সভাপতি আসলাম কবির, সম্পাদক মেনোয়ার হোসেন জুয়েল, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি বাবুল আখতার, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, সমাজসেবী আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা বলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও রহনপুর শুল্ক স্টেশন থেকে সরকার বছরে প্রায় ১ হাজার থেকে ১২শ কোটি টাকা আয় করে থাকে। এই জেলার উবৃত্ত ধান এবং চাল সারাদেশে সরবরাহ হয়ে থাকে। অথচ একটি মাত্র আন্তঃনগর বনলতা ট্রেন চালু আছে, সেখানে মাত্র ২১০ টি সীট বরাদ্দ রয়েছে।

অথচ এই জেলায় প্রায় ১৮ লাখ অধিবাসী রয়েছে। তাই প্রান্তিক এবং সীমান্তবর্তী এই জেলা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ও মধুমতিসহ সকল ট্রেন রাজশাহী ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলে।

তাই বর্তমান অন্তঃবর্তী সরকার এই জেলা থেকে এসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে দাবি করেন বক্তারা।

বক্তারা আগামী  ১৩ মে’র মধ্যে দাবি না মানলে ১৪ মে বনলতা ট্রেন অবরোধ করে রাখার কর্মসূচি ঘোষণা করেন। শেষে নেতৃবৃন্দ পদ্মা, সিল্কসিটিসহ সকল আন্তঃনগর ট্রেনসহ ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ এবং সড়কপথ সেতু উপদেষ্টার বরাবর প্রেরণ করে।

Hi-performance fast WordPress hosting by FireVPS