আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা হলেন মিরাজ

অনলাইন ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।
দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। কিন্তু মিরাজের অলরাউন্ড পারফরমেন্স সকলের নজড়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই স্বীকৃতিই দিল বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে পরাজিত হলেও মিরাজ দুই ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটা তার তৃতীয় ১০ উইকেট প্রাপ্তি।
চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে মিরাজের অলরাউন্ড নৈপুন্যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে সক্ষম হয়। ব্যাট ও বল হাতে মিরাজের অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সফরকারী জিম্বাবুয়েকে।
২৭ বছর বয়সী মিরাজ ব্যাট হাতে ১০৪ রান করার পর দখল করেছেন ৫ উইকেট। আর এতেই আইসিসির সদ্য প্রকাশিত অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা হয়েছেন।
এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে। ৪০০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। মিরাজের রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৩২৭।
দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পাশাপাশি মিরাজ জয় করেছেন সিরিজ সেরার পুরস্কার।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে আট ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ৫৫তম স্থান দখল করেছেন মিরাজ। বোলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে ১৪তম স্থানে রয়েছেন মিরাজ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ে আরো অবদান রেখেছেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। প্রথম ইনিংসে তার সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ এগিয়ে যায়। ১৭ ধাপ উপরে উঠে ব্যাটিং তালিকায় তিনি ৬০তম স্থান দখল করেছেন।
এদিকে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ উন্নতি করে ১৬তম স্থানে অবস্থান করছেন। আরেক অফস্পিনার নাইম ইসলামের অবস্থানের উন্নতি হয়েছে। ছয়ধাপ উপরে উঠে তিনি ৫৪তম স্থানে অবস্থান করছেন।