প্রেমিকার নগ্ন ছবি ছড়ানোর হুমকি দেয়ায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই মুহূর্তের নগ্ন ছবি ধারণ করে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম সাকিব আলী (২৪)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাদুরতলা এলাকায় তার বাড়ি। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল।
বুধবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, সাকিব আলী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে চলা সেই সম্পর্কের একপর্যায়ে তিনি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই সময় গোপনে নিজের মোবাইল ফোনে তরুণীর নগ্ন ছবি ধারণ করেন তিনি।
পরে বিয়ের প্রস্তাব দিলে সাকিব নানা টালবাহানায় সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে, সাকিব মোবাইলে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর রাতেই র্যাব অভিযান চালিয়ে সাকিব আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।