ঢাকা | মে ৭, ২০২৫ - ৫:১৬ পূর্বাহ্ন

মান্দায় আগুনে পুড়লো সাত দোকান

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 9:19 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আগুনে পুড়ে গেছে সাতটি দোকানের সমুদয় মালামাল।

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার জোতবাজার চৌরাস্তার মোড়ে আগুনের এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি এতে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে জামাল হোসেনের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, চৌরাস্তার মোড়ে জামাল হোসেনের মিষ্টির কারখানায় গভীর রাত পর্যন্ত মিষ্টি তৈরির কাজ চলে। সোমবার রাতেও সাড়ে ১১টার পর্যন্ত কাজ করা হয়েছে। এরপর দোকানবন্ধ করে মালিকসহ কর্মচারীরা চলে যান।

রাত দেড়টার দিকে ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। মিষ্টি বানানোর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে আব্দুর রশিদ, আব্দুল খালেক, জামাল হোসেন, চন্দন কুমার পাল, জাইদুর রহমান, মকলেছুর রহমান আঞ্জু ও আলতাফ হোসেন রাফির দোকানের সমুদয় মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছার পরও দোকানের কোনো মালামাল রক্ষা করতে পারিনি। আগুনে আমার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS