ঢাকা | মে ৭, ২০২৫ - ৫:৩২ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় অবৈধ কেমিক্যাল কারখানা, জরিমানা ৫০ হাজার টাকা

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 10:52 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কেমিক্যাল কোম্পানির মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নাটোর জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় শেখ কেমিক্যাল কোম্পানিতে অভিযান চালায় সেনাবাহিনী ও বিএসটিআই রাজশাহী অফিসের সদস্যরা।

এসময় তাদের কাছে অনুমোদনহীন ও নকল প্যাকেটে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদন, সঠিক প্রক্রিয়া অনুসরণ ও উৎকৃষ্ট কাচামাল ব্যাবহার না করে পণ্য তৈরী করা ও বৈধ অনুমোদন ছাড়া অন্য প্রতিষ্ঠানের খাদ্যদ্রব্য, ডিশ ওয়াশ, টয়লেট সোপ, টয়লেট ক্লিনার পণ্যসমুহ বিক্রয় বিতরণ করার অপরাধ পরিলক্ষিত হয়।

সেখানে ভ্রাম্যমাণ আদালত  বিএসটিআই আইন-২০১৮ এর  ৩১ ধারা অনুযায়ী ওই কোম্পানির মালিক  খলিলুর রহমান শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং ৪ কার্টুন ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, টয়লেট সাবান জব্দ করেন। খলিলুর রহমান শেখ ওই এলাকার সুরুজ আলী শেখের ছেলে।

ফেসবুকে ডিটারজেন্ট তৈরি উপায় দেখে তাঁর  ডিটারজেন্ট তৈরির কারাখানা করার  ইচ্ছা জাগে। এরপর ফেসবুকের সুবাদে সেখান থেকে ডিটারজেন্ট তৈরির বিভিন্ন কেমক্যিাল এর ব্যবহার শিখে টিনের ঘরের মধ্যে নিজেই তৈরি করা শুরু করেন। ডিটারজেন্ট পাউডারের  নামকরণ করেন “মায়ের দোয়া” যা  বিভিন্ন গ্রামে মাইকিং করে বিক্রি করেন।

ওই কারখানায় কোন ক্যামিস্ট আছে কিনা এমন প্রশ্নের  জবাবে খলিলুর রহমান বলেন তিনি নিজেই ক্যামিস্ট। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত খলিলুর রহমান অবৈধ  মানহীন এই ডিটারজেন্ট পাউডার তৈরি করে বিভিন্ন এলাকায়  মাইকিং করে  বিক্রি করেন।

এছাড়াও ডিটারজেন্ট তৈরির আড়ালে তিনি অনেক মানহীন ও অনুমোদন বিহীন খাদ্যদ্যব্যও বিক্রয় করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন, বিএসটিআই রাজশাহী অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় তারা বলেন এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। তারা আরো বলেন আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS