ঢাকা | মে ৬, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজে বাবলুর পরিবারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 12:12 am

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার সকালে নগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের শিক্ষক কক্ষে কলেজ প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান বাবলুর পরিবারের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষকবৃন্দ ফৌজিয়া আক্তার  জেসির স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন আখতারুজ্জামান বাবলুর মেয়ে ফৌজিয়া আক্তার জিসা।

এসময় তিনি বলেন, আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের শিক্ষক কক্ষে কলেজ প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান বাবলুর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সামাজিকভাবে সম্মানহানি করার অপচেষ্টায় অসত্য উদ্দেশ্যে গত ২৮ এপ্রিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন ও শামীম আরা বেগমের নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল সামাজিকভাবে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করা এবং  মিথ্যা অপবাদের মাধ্যমে আমাদের হেনস্তা করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আখতারুজ্জামান বাবলুর মেয়ে ফোজিয়া আবিদা জেসি, ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আ,ফ,ম লুৎফর রহমান ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মেহেদি হাসান।

Hi-performance fast WordPress hosting by FireVPS