রাজশাহী রেলস্টেশন থেকে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ম শ্রেণির যাত্রীদের বিশ্রামাগারে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম শারমিন (৩১)। তিনি পেশাদার মাদককারবারি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকার ইসলামের মেয়ে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর শারমিন জিজ্ঞাসাবাদে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে।
তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত শারমিনের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।