রাজশাহীতে ১৫ হাজার মেট্রিকটন চাল ৫ হাজার মেট্রিকটন ধান কিনছে সরকার

স্টাফ রিপোর্টার: বোরো চাষিদের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে রাজশাহীতে ৪৯ টাকা কেজি দরে ১৫ হাজার ৩৯ মেট্রিকটন চাল, ৩৬ টকা কেজি দরে ৫ হাজার ১৭৫ মেট্রিকটন ধান এবং ৩৬ টাকা কেজি দরে গম কিনছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে চাষিদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকার ২৪ এপ্রিল থেকে ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু করেছে।
এছাড়াও কেনা হবে ৩৫ হাজার মেট্রিকটন আতব চাল এবং সাড়ে ৩ লাখ মেট্রিকটন ধান। রাজশাহী জেলায় কেনা হবে ১৫ হাজার ৩৯ মেট্রিকটন চাল ও ৫ হাজার ১৭৫ মেট্রিকটন ধান। রাজশাহী বিভাগে কেনা হবে ২ লাখ ৭১ হাজার ১২৩ মেট্রিকটন চাল ও ৫৪ হাজার ৩৬৭ মেট্রিকটন ধান।
সরকার গত আমন মৌসুমে চালের সংগ্রহ মূল্য দিয়েছিল ৪৭ টাকা। সেটি ২ টাকা বৃদ্ধি করে বোরো মৌসুমে প্রতিকেজি চালের সংগ্রহ মূল্য করা হয়েছে ৪৯ টাকা। ধানের উঠতি মৌসুমের শুরুতেই দাম কিছুটা বৃদ্ধি করে সরকার সংগ্রহ অভিযান শুরু করায় রাজশাহী অঞ্চলের বোরো চাষিরা খুশি।
খাদ্য অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে ইতিমধ্যে বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের প্রক্রিয়া শুরু হয়েছে।
এই মৌসুমে জেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ১৫ হাজার ৩৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে বোয়ালিয়ায় ৬০৪ মেট্রিকটন, পবায় ৫ হাজার ২৩৪ মেট্রিকটন, গোদাগাড়ীতে ৭ হাজার ৮৬৯, তানোরে ৬২০, মোহনপুরে ৩৫৫, বাগমারায় ১০১, দূর্গাপুরে ১০৮, পুঠিয়ায় ১০৩, চারঘাট ৪৫ মেট্রিকটন চাল কেনা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ওমর ফারুক জানান, ৪৯ টাকা কেজি দরে চুক্তিবদ্ধ মিলারদের কাছে থেকে এই চাল সংগ্রহ করা হবে। এছাড়া কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
রাজশাহীর বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ইতিমধ্যে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে। ধান বিক্রি করে চাষিরা উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।
এই অবস্থায় সরকার দাম কিছুটা বৃদ্ধি করে ধান-চাল সংগ্রহ শুরু করায় ধানের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। পবার ধান-চাল ব্যবসায়ী আসরাফ আলী বলেন, ধান-চালের দাম কমে যাওয়ায় তার এলাকার বোরো চাষিরা হতাশ হয়ে পড়েছিল।
এই অবস্থায় সরকার আমন মৌসুমের চেয়ে দাম কিছুটা বৃদ্ধি করে ধান-চাল কেনার সিদ্ধান্ত নেয়ায় ধানের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। একমাস আগে যে ধান বিক্রি হচ্ছিল প্রতিমণ ১১শ’ টাকায়, এখন তা বিক্রি হচ্ছিল সাড়ে ১২শ’ টাকায়। এ দাম আরো বাড়ছে। ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্তে বোরো চাষিরা খুশি।