ঢাকা | মে ৭, ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ন

বারো রাস্তার মোড়ে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 8:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্ঘটনাপ্রবন এলাকা ছোটবনগ্রামের বারো রাস্তার মোড় ভেঙে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি মহানগর এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর অন্যতম ব্যস্ত রাস্তা হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত এই চারলেন বিশিষ্ট সড়ক। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারো রাস্তার মোড়।

বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

বক্তরা আরও বলেন, রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে।

রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। তাই আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তরা।

এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসিকে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করে সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।

Hi-performance fast WordPress hosting by FireVPS