ঢাকা | মে ৬, ২০২৫ - ৩:১৬ পূর্বাহ্ন

ফল গবেষণা কেন্দ্রে প্রাতিষ্ঠানিক গণশুনানী

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 12:15 am

স্টাফ রিপোর্টার: ফল গবেষণা কেন্দ্রে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে নগরীর শ্যামপুর ফল গবেষণা কেন্দ্র প্রাতিষ্ঠানিক এ গনশুনানির আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫ এর কার্যক্রমের আওতায় অংশীজনের অংশগ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর বিএআরআই এর প্রশিক্ষক ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মোহাম্মদ আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন গাজীপুর বিএআরআই এর প্রশিক্ষক ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এছাড়াও স্থানীয় বিভিন্ন কৃষি সম্প্রসারণের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS