পাবনায় বজ্রপাতে মেহগনি গাছ মাঝদিয়ে দ্বিখন্ডিত

পাবনা প্রতিনিধি: পাবনায় বৃষ্টির সময় বজ্রপাতে ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগনি গাছ মাঝখান দিয়ে দ্বিখন্ডিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, সোমবার সকাল পৌনে ১০ টার দিকে বৃষ্টি শুরু হয়। সে সময় মাঝে মাঝে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল।
সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাসে বজ্রপাতের বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এসে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ মাঝ দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই গাছটি দেখতে আসছেন অনেকেই ক্যামেরাবন্দি করেন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মিয়া বলেন, কয়েকজন শিক্ষক নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু গাছটি মাঝ দিয়ে দ্বিখন্ডিত হয়েছে, দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।
পাশাপাশি তিনি বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেয়ার আহ্বান জানান।