পরীক্ষা দিতে এসে রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মী আশিক আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের কর্মী মাজহারুল ইসলাম আশিক।
মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। গাইবান্ধার আশিক কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি আগে মুসলিম ছাত্রাবাসের আবাসিক ছিলেন এবং ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন। তার বিরুদ্ধে ১৬ জুলাইয়ের সহিংসতার সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ছাত্রদলের দাবি, আশিক রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি হত্যা মামলার আসামির ঘনিষ্ঠ। তারা কলেজ প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সংশ্লিষ্টদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আশিকের বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলেও পূর্বের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।